আজকের আলোচিত ছবি: ৬ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্বপূর্ণ সব সভায় অংশ নিয়েছে বাংলাদেশ। এসব সভায় ওঠে আসে নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা সংকটের বিষয়গুলো। আজ বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ ছবি: সংগৃহীত
-
জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ে নাশকতা আছে কি না, তা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ বিপর্যয় নিয়ে আজ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
দেশের প্রাইমারি হেলথকেয়ারগুলোতে (প্রাথমিক চিকিৎসাকেন্দ্র) যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
জাতীয় পার্টি এখন কারও দালালির রাজনীতি করে না। নিজস্ব রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আজ সকালে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে দেখা করতে যান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ও ট্রান্সফর্মার চুরি হচ্ছে। এই চুরিতে জড়িত চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতার শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫) বিদ্যুতের বিভিন্ন প্রকল্পের সাব কনট্রাকটর হিসেবে কাজ করতেন। ছবি: জাগো নিউজ
-
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স। ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে এ বছর সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ছবি: সংগৃহীত