আজকের আলোচিত ছবি: ২ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের সরকারি কারখানাগুলোর উৎপাদনশীলতা খুব সীমিত। উন্নয়নের মাধ্যমে কারখানাগুলোকে উৎপাদনশীলতার মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আজ সকালে হোয়াইটলির গুলশানের বাসভবনে এ প্রাতরাশ বৈঠক হয়। ছবি: জাগো নিউজ
-
মো. আমির হোসেন (৫২)। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক একটি অজ্ঞানপার্টি চক্রের মূলহোতা তিনি। চাকরি করেন বিমানবন্দর এলাকায় একটি ফাস্টফুডের দোকান। তবে এ পেশার আড়ালে জড়িত অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে। গত ১৫ বছরে বিদেশফেরত প্রায় ৩০০ যাত্রীকে কৌশলে অজ্ঞান করে তাদের কাছ থেকে মূল্যবান মালামালসহ সর্বস্ব লুট করে নিয়েছে তাদেরই একটি চক্র। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আত্মরক্ষার কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণের আয়োজন করেছে ইয়ুথ প্রেনার নেটওয়ার্কের সাউদার্ন শাওলিন অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন নারী। আজ সকালে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে ‘স্পার্ক- এ সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোজেক্ট ফর ওমেন-কোহরট ০.২’ শীর্ষক নামে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। ছবি: মাহবুব আলম
-
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপার। আজ বেলা ১১টায় ও দুপুর ১টায় যথাক্রমে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এবং পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক এ সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আহসানুর রহমান রাজীব
-
ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে সংঘর্ষ-পদদলিত হয়ে দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়েছে ইন্দোনেশীয় সরকার। এমন ভয়াবহ ট্রাজেডি কেন ঘটলো সে বিষয়ে যথাযথ তদন্ত এবং এতে ভুক্তভোগীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। ছবি: সংগৃহীত