আজকের আলোচিত ছবি: ১ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশের উন্নয়নে প্রবীণদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্ততর মিলনায়তনে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে র্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘নিরাপদ সড়ক চাই’- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে পুলিশ যে তথ্য দেয় তা সঠিক নয়। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
ঠাকুরগাঁওয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই দুই নারী ফুটবলার রানীশংকৈল উপজেলার বাসিন্দা। আজ দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনার আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘটের সম্মুখীন ব্রিটেন। চাকরির নিরাপত্তা ও বেতন ইস্যুতে তিনটি ট্রেড ইউনিয়নের হাজার হাজার শ্রমিকরা আজ ধর্মঘট শুরু করেছে। এতে দেশটির অধিকাংশ ট্রেন ব্যবস্থা ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত