আজকের আলোচিত ছবি: ৩০ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছে সরকার। দেশে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সার্জন- সবকিছুই আছে। আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ আয়োজিত ‘ঢাকা ক্যানসার সামিট-২০২২’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭৪ কন্যাশিশু। এ সময়ে ২৮ জেলায় দুই হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়। আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২ উপস্থাপনকালে ফোরামের পক্ষ থেকে এসব জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
সব কৌতূহল ছাপিয়ে এবার প্রকাশ্যে এলো বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শাকিব ও বুবলীর সন্তানের ছবি ছড়িয়ে পড়েছে। ছবি: ফেসবুক
-
রাজনৈতিক সভা-সমাবেশে হামলা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ করেছে। তবে সমাবেশের এক পর্যায়ে বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। আজ বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। এরপর হট্টগোল শুরু হলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নেতাকর্মীদের শান্ত হতে বলেন। ছবি: মাহবুব আলম
-
বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে। সমাজ ও সরকার প্রবীণদের অতীত অবদানের যথাযোগ্য মূল্যায়ন করছে না। এ অবস্থার উত্তরণে প্রবীণ বান্ধব পরিবার, রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। আজ বেলা ১১টার দিকে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান প্রবীণরা। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের অধিকৃত জাপোরঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি আশ্রয় শিবিরকে লক্ষ্য করে এ হামলা বলে দাবি করেছেন জাপোরিঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুখ। ছবি: সংগৃহীত