আজকের আলোচিত ছবি: ২৮ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত
-
মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুস্বাক্ষর সংক্রান্ত দলিল সম্প্রতি বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদরদপ্তরে জমা দিয়েছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। তার কাছ থেকে এ দলিল গ্রহণ করেন সংস্থার মহাপরিচালক ড্যারেন টাং। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শিশু-কিশোরদের জন্য ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এটি উদ্বোধন করা হয়। ছবি: পিআইডি
-
৩৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের সামনে এখন হাতছানি দিচ্ছে বিশ্বরেকর্ড। যা ছোঁয়ার সুযোগ রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। আর দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগ সন্ত্রাস করে রাজনীতিতে আছে এবং সন্ত্রাসের মাধ্যমেই তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি: জাগো নিউজ