আজকের আলোচিত ছবি: ২২ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমার থেকে সম্প্রতি কয়েক দফায় গোলা নিক্ষেপ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আজ সকালে সড়কপথে গোপালগঞ্জের কাশিয়ানীর উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানবাধিকার কমিশনে যা করেছি তার প্রমাণ রেখে গেলাম। আগামী কমিশন এখান থেকে কিছু দিকনির্দেশনা পাবে। আজ দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বর্তমান কমিশনের মেয়াদ পূর্তিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। প্রতিষ্ঠানটি নতুন করে পরিচালনায় আসায় ‘বিজয় র্যাালি’ করেছে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কো-অর্ডিনেশন কমিটি। আজ সকালে ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে র্যালি করে সংগঠনটি। এসময় প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম গ্রান্ড মসজিদে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন পাঠ প্রতিযোগিতায় বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে। ছবি: সংগৃহীত
-
বন্যায় বিধ্বস্ত পাকিস্তানে সফর করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি দেখে তিনি হতবাক হয়ে গেছেন। অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পাকিস্তানে এই বিপর্যয় নেমে এসেছে। এ বিষয়ে বিশ্বকে সচেতন হতে হবে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার পর আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। ছবি: সংগৃহীত