আজকের আলোচিত ছবি: ২০ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামীকাল বুধবার দুপুরে দেশে ফিরছেন সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলাররা। তাদের সংবর্ধনা স্থলে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। ছবি: জাগো নিউজ
-
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস’। আজ বেসিস কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। ছবি: জাগো নিউজ
-
চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর জোড়া পুকুর খেলার মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণফোরামের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছেন মোস্তফা মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ছবি: মাহবুব আলম
-
পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ধারাবাহিক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ওই অঞ্চলে রুশ সমর্থিত মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের ঘটনায় ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ী করেছেন দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ছবি: সংগৃহীত