আজকের আলোচিত ছবি: ১৯ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দিনের প্রথম শোক যাত্রা শুরু হয়েছে। ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন আস্তে আস্তে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
-
গ্যারিসন সার্জেন্ট মেজর অ্যান্ড্রু স্ট্রোক শোকযাত্রা শুরু করেন। উইন্ডসর ক্যাসেলের দিকে পায়ে হেঁটে ধীরে ধীরে আসতে শুরু করেছে জনতা। তাদের মধ্যে যেমন রয়েছেন রানির পরিবারের তরুণ সদস্যরা, তেমনি আছেন বয়স্ক সৈনিকরাও। ছবি: সংগৃীত
-
লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার সাথে দেখা করেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত
-
সাম্প্রতিক সময়ে গণমাধ্যম থেকে কর্মী ছাটাই ও কর্মীদের উপর হামলা, নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ সময় সাংবাদিক নির্যাতনের সুষ্ঠ বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংকটে পড়া সাংবাদিকদের জীবন রক্ষার্থে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান সাংবাদিকরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজে আয়োজিত সংবাদ মাধ্যম নিয়ে নানা ষড়যন্ত্র, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গ্রিন ভিলেজে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা জোট বাহিনী এবং তাদের সরঞ্জাম লক্ষ্য করে চালানো এই হামলা ব্যর্থ হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত
-
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা স্বপ্নে স্বাগতিক নেপালের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। বিকাল সোয়া ৫টায় শুরু হওয়া খেলায় এরই মধ্যে গোল করে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত