আজকের আলোচিত ছবি: ১৮ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মিয়ানমারের মর্টার শেলে বাংলাদেশে হতাহতের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যথেষ্ঠ শক্তিশালী। তারা আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত রয়েছে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ঋণচুক্তির প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
গ্যাস বেলুন বিস্ফোরণে আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী রুমানা রশীদ সম্পা। আজ দুপুরে ওই ঘটনায় আহত কৌতুক অভিনেতা রনি ও পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর মিরপুরসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এতে অংশ নিয়েছেন হাজারো নেতাকর্মী। আজ দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়। ছবি: মাহবুব আলম
-
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বি জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, তাইওয়ান ছাড়াও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী চীন, জাপান, ফিলিপাইনেও। ভূকম্পনে তাইওয়ানের বেশি কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত