আজকের আলোচিত ছবি: ১৭ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী ৩ অক্টোবরের পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যারা এখনো প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেন নাই, তারা ৩ অক্টোবরের পর আর ভ্যাকসিন (টিকা) পাবেন না। আজ রাজধানীর হোটেল র্যাডিসন-ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকাল আওয়ামী লীগ নেতারা মিথ্যার কোরাস গাইছেন।’ আজ জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘জ্বালানি তেল, সার ও নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য বৃদ্ধি: বিপর্যস্ত কৃষক, কৃষিখাত ও জনজীবন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ড. কামাল হোসেনকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটির ১০১ সদস্যের নাম পড়ে শোনান নতুন সাধারণ সম্পাদক। ছবি: মাহবুব আলম
-
রাজশাহীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ সকালে নগরীর নিউমার্কেটের পাশে অবস্থিত ইলিশ মাছের আড়ত থেকে মাছটি কিনেন স্থানীয় এক ক্রেতা। তবে তিনি নিজের পরিচয় গোপন রাখেন। ছবি: জাগো নিউজ
-
ছোট উদ্যোক্তাদের পণ্যের বিক্রি, ভোক্তাদের কাছে পরিচিত ও প্রচার-প্রসারে রাজধানীতে ‘ধামাকা ডিসকাউন্ট শপিং ফেস্টিভ্যাল ২০২২’ নামে দেশীয় পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ৪২টি প্রতিষ্ঠান। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডির কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়। স্যামস ইভেন্ট আয়োজিত এ মেলা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নেপালে ভারি বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আজ দেশটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, নেপালের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত