আজকের আলোচিত ছবি: ১৫ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বেলা ১১টা থেকে শুরু হয় এ পরীক্ষা। দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। ছবিটি রাজধানী রামপুরার একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। ছবি: মাহবুব আলম
-
আগামীতে (নির্বাচনে) জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ দলটির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজের একটি কোম্পানি দান করেছেন আমেরিকান পোশাক ব্র্যান্ড পাতাগোনিয়ার প্রতিষ্ঠাতা ইভন চৌইনার্ড। হোল্ডফাস্ট কালেক্টিভ নামে পরিবেশ নিয়ে কাজ করা একটি ট্রাস্টের কাছে তার কোম্পানির সম্পত্তি দান করেন। ছবি: সংগৃহীত