আজকের আলোচিত ছবি: ১৪ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকারি হাসপাতালে স্বল্প খরচে মানুষ যেন উন্নত চিকিৎসাসেবা পায় সেদিকে দৃষ্টি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরের কোনো কোনো সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টির কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট। সড়কে গাড়ির চাপ ও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গরম কমে জনমনে স্বস্তি এলেও ভোগান্তিতে পড়েছেন রাজধানীর পথচারীরা। বিভিন্ন স্থানের রাস্তা পানিতে ডুবে গেছে। ছবি: মাহবুব আলম
-
সর্বনিম্ন ১০০ টাকা ভাড়া নির্ধারণ, চালকদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া, ট্যাক্স মওকুফ ও ঝুঁকিবিমাসহ ১৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে ঢাকা রাইড-শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন (ডিআরডিইউ)। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মবিরতি পালন ও মানববন্ধনে তারা এসব দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে গুলি বিনিময়ে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। সংঘর্ষে ইসরায়েলের এক সেনা কর্মকর্তাও নিহত হয়েছে। আজ নিহত ফিলিস্তিনিদের পরিচয় জানানো হয়েছে। ছবি: সংগৃহীত