আজকের আলোচিত ছবি: ৯ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। ছবি: সংগৃহীত
-
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। আজ বিকেল ৩টা ৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়। এসময় তার পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
সড়কে ট্রাফিক সার্জেন্টদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। আজ রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
৩০ বছর চাকরি করলেও দৈনিক মজুরিতে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির ভ্যাকসিন বাহক বা ইপিআই পোর্টাররা। এমতাবস্থায় সরকারের কাছে ২০তম গ্রেডে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন ভ্যাকসিন বাহক কল্যাণ সমিতির সদস্যরা। আজ রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বিভাগীয় ইপিআই অর্ডার/ভ্যাকসিন বাহক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। ছবি: জাগো নিউজ
-
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এরপর প্যালেসের বাইরে থাকা সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েন। ক্রমেই বাড়তে থাকে ভিড়। কারণ মৃত্যুর খবরটি বিভিন্ন মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত