আজকের আলোচিত ছবি: ৮ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতের রাজস্থানের আজমির শরিফে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেছেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ দুপুরে আজমিরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এ নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজস্থানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দল স্বাগত জানায়। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ মেহদী হাসান বলেছেন, কাউন্সিল আইন বাস্তবায়নে জনবল নিয়োগ প্রয়োজন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। আজ সকালে ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) র্যালি শেষে সৈয়দ মেহদী হাসান এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল-এর গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার ‘বিনস অব চেঞ্জ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। আজ রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। অনুষ্ঠানে আরএফএল হাউজওয়্যারের নতুন পণ্য দুই সেকশন বিশিষ্ট ‘টুইন বিন’ এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: জাগো নিউজ
-
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর পৌনে ২টার দিকে সুপ্রিম কোর্টের বাগানে (ইনার গার্ডেনে) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদের খতিব মুফতি আবু জাফর। ছবি: জাগো নিউজ
-
পোল্যান্ড এবং ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত ব্রিস্ট শহরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেন আক্রমণে মস্কোকে সহায়তা করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে যুদ্ধ-সংঘাত চলছেই। ছবি: সংগৃহীত