আজকের আলোচিত ছবি: ৭ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ়করণে একমত পোষণ করেছে বাংলাদেশ ও ভারত। বিশেষ করে যোগাযোগ, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য, অভিন্ন নদী, পানিসম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে সহযোগিতা আরও জোরদার করতে ঐকমত্যে পৌঁছেছে উভয় দেশ। ছবি: সংগৃহীত
-
বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উদার দেশ উল্লেখ করে অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
-
বাংলাদেশ দল ঘোষণা হবে কবে? কারা থাকবেন দলে? তা জানতে সবার উন্মুখ অপেক্ষা। এখন দল সাজানো তথা ক্রিকেটার নির্বাচনের কাজ চলছে। জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা এরই মধ্যে একটি ছক কষে অনেক দূর এগিয়েছেন। ছবি: সংগৃহীত
-
নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে একঘরে করতে গিয়ে গোটা বৈশ্বিক অর্থনীতির ক্ষতি করছে পশ্চিমারা। ফলে পশ্চিমা বিশ্ব যখন ব্যর্থ হচ্ছে; তখন এশিয়ার ভবিষ্যৎ ক্রমেই আরও উজ্জ্বল হয়ে উঠছে। আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এসব কথা। ছবি: সংগৃহীত
-
আজ দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: জাহিদ পাটোয়ারী
-
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩০) নামের এক পিকআপচালককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পিকআপটিও জব্দ করা হয়। ছবি: ছামির মাহমুদ