আজকের আলোচিত ছবি: ৬ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যকার অনেক গুাংত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আশা করি, এমন আরও গুাংত্বপূর্ণ বিষয়গুলো, এমনকি তিহমশার পানিবণ্টন চুক্তির বিষয়টিও দ্রুতই আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। আজ দুপুরে নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদানকালে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়েছে। আজ সকালে রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
দিল্লির রাষ্ট্রপতি ভবনে বক্তব্য রাখেন প্রাধানমন্ত্রী শেখ হসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রগণ্য নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে নয়াদিল্লির রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারতীয় ঋণের অর্থছাড়ের প্রবাহ কম উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। সেখানে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করবেন। আশা করি এই সফরের মাধ্যমে তাদের ঋণের অর্থের প্রবাহ বাড়বে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সন্মেলনের কক্ষে আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ এসব কথা বলেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
বর্তমান সরকার জনগণের ‘সমর্থনহীন’ বলেই ভারতের সঙ্গে অভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এক বিয়েতে একাধিক দৃষ্টান্ত স্থাপন। প্রথমত, পাত্রী দেশের কনিষ্ঠতম মেয়র, পাত্র ভারতের কেরালার কনিষ্ঠতম বিধায়ক (এমএলএ)। তারা একে অপরের গলায় চেনা রজনীগন্ধা বা অন্য সাদা ফুলের মালা নয়, বরং টকটকে লাল রঙের মালা পরিয়ে চমকে দিলেন সবাইকে। বলা বাহুল্য, বাম রাজনীতির রঙকে নিজেদের বিয়েতে অগ্রাধীকার দিলেন এই তরুণ যুগল। ছবি: সংগৃহীত