আজকের আলোচিত ছবি: ৫ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি জাতীর শ্রদ্ধা জানাতে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। এসময় সর্বস্তরের মানুষের ঢল নামে তাকে একবার শ্রদ্ধা জানাতে। আজ সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: মাহবুব আলম
-
পরে বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্ব সাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয়। ছবি: মাহবুব আলম
-
সদ্যপ্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন সংগীতশিল্পী ও গীতিকবিরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারলে তবেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হোক, নইলে নয়- এ অভিমত দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। আজ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে বসে দলটি এ অবস্থানের কথা জানায়। ছবি: জাগো নিউজ
-
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের মাধ্যমে ভ্যাট এসেছে ৩৭ কোটি ৬১ লাখ টাকা। যা গত অর্থবছরের আগস্টের তুলনায় ২৫ শতাংশ বেশি। গত বছরের আগস্টে ইএফডির মাধ্যমে ভ্যাট আসে ১৬ কোটি ২২ লাখ টাকা। আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে আয়োজিত লটারির ড্র অনুষ্ঠানে এ তথ্য জানান এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান। ছবি: জাগো নিউজ