আজকের আলোচিত ছবি: ৪ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চারদিনের সরকারি সফরে আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: জাগো নিউজ
-
দেশে টাকা কামিয়ে অনেক টাকার মালিক হয়ে বিদেশে পাড়ি না জমানোর পক্ষে নিজের মতামত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে ‘কোভিডের প্রকোপ কমেছে, বাল্যবিবাহ কি কমবে’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। আজ সকাল ৭টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত
-
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একজন ‘কিংবদন্তি’। আজ সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না উত্তর ক্যালিফোর্নিয়ার দুইটি জায়গায় শুরু হওয়া দাবানল। এরই মধ্যে সেখানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটি স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: জাগো নিউজ