আজকের আলোচিত ছবি: ৩ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে ভিডিও কনফারেন্সে তিনি চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। ছবি: সংগৃহীত
-
বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে গুলি চালিয়ে সরকার দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হাইড্রোলিক হর্ন বন্ধসহ চট্টগ্রাম মহানগরীর ২১ স্পটকে নো-হর্ন স্পট ঘোষণার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধনে মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে এমন দাবি জানানো হয়। ছবি: ইকবাল হোসেন
-
আজ সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২২ পালন উপলক্ষে আয়োজিত ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করি, পরিকল্পিত সাইকেল নেটওয়ার্ক গড়ে তুলি’ শীর্ষক সাইকেল র্যালি থেকে বক্তারা এ দাবি জানান। ছবি: মাহবুব আলম
-
প্রথমবার ব্যর্থতার পর ফের আর্টেমিস-১ উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। সবকিছু ঠিক থাকলে চাঁদের উদ্দেশ্য আজ সন্ধ্যার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে। এরই মধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে সংস্থাটি। ছবি:সংগৃহীত