আজকের আলোচিত ছবি: ২ সেপ্টেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্ক, ন্যায় এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠন করতে চান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: ইকবাল হোসেন
-
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে নামছেন আবৃত্তি শিল্পীরা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্যানারে দেশব্যাপী চলবে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ নামে কর্মসূচি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এ সময় সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি উপস্থিত ছিলেন। ছবি: মাহবুব আলম
-
নারায়ণগঞ্জে রাত ২টায় পুলিশ পাহারায় যুবদল নেতা শাওনের মরদেহ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেছেন। আজ বাদ জুমা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শাওনের গায়েবানা জানাজা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তিস্তাপাড়ে কয়েকবার বন্যার ধকল কাটতে না কাটতেই আবারও দেখা দিয়েছে বন্যা। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল ও তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এতে তিস্তাপাড়ের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছবি: রবিউল হাসান
-
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত