আজকের আলোচিত ছবি: ৩১ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, জিয়াউর রহমানের হুকুমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তার প্রমাণ হত্যা পরবর্তী সময়ে পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
-
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: জাহিদ পাটোয়ারী
-
রাশিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এ চুক্তির আওতায় দেশটি গ্যাস, তেল ও গম আমদানি করবে। আফগান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত
-
চার বছরের প্রেমের সম্পর্কের ইতি টানলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামিলা মরোনে। পিপল অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ছবি: সংগৃহীত
-
মালয়েশিয়ার ৬৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় দিবসে ভোর থেকে মানুষের ঢল নেমেছিল। মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরবের দিন এটি। ছবি: সংগৃহীত