আজকের আলোচিত ছবি: ২৯ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশে গুম-খুন-হত্যার রাজনীতি বন্ধ করতে হলে জিয়া পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জামায়াতের ২০ দল ছাড়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে নিবন্ধন না থাকায় বনানীর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড কসমেটিক সার্জারি সেন্টার নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী শহরে আন্দোলন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার (ছয় আসনবিশিষ্ট) চালকরা। তবে ব্যাটারিচালিত দুই আসনের অটোরিকশাগুলো চলছে। শহরে যাতায়াতের মূল মাধ্যম ছয় আসনের অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এ সুযোগে শহরে নেমেছে ঐতিহ্যবাহী টমটম গাড়ি। ছবি: জাগো নিউজ
-
ভয়াবহ বন্যায় পর্যদুস্ত হয়ে পড়েছে পাকিস্তান। দেশটিতে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত তিন কোটির বেশি। নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসল। এ অবস্থায় বৈশ্বিক দাতা সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি অর্থমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। ছবি: সংগৃহীত