আজকের আলোচিত ছবি: ২৭ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ইনার হুইল ক্লাব আয়োজিত ‘পঞ্চম দক্ষিণ এশিয়া সম্মেলন’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘এক ব্যক্তির হাতে সব ক্ষমতা। তিনি যা বলবেন সেটাই আইন। এটা কখনোই গণতন্ত্র হতে পারে না।’ আজ দুপুরে ‘ছোটদের পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নেওয়ার জন্য শর্তসাপেক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। ছবি: জাগো নিউজ
-
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। আগামীতে জাতীয় সরকার এবং অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে শিশুদের একটি খেলার ময়দানে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনটি শিশু রয়েছে। গতকাল এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসা কর্মকর্তারা। তবে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ান সরকার। ছবি: সংগৃহীত