আজকের আলোচিত ছবি: ২৬ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাবেক নির্বাচন কমিশনার (ইসি), কবি ও শিশুসাহিত্যিক মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার মরদেহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আনা হয়। জুমার নামাজ শেষে জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জানাজা শেষে তার মরদেহে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় সদ্য প্রয়াত মাহবুব তালুকদারকে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজে কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে সেখানে যান তিনি। এ সময় তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত হয়ে পড়েন নেতাকর্মীরা। ছবিটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
-
চলতি মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে খাইবার পাখতুন প্রদেশের সরকার সোয়াতে জরুরি অবস্থা জরি করেছে। কারণ অব্যাহত ভারি বৃষ্টির কারণে এলাকাটিতে বন্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত