আজকের আলোচিত ছবি: ২৫ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আমি যখন অর্থ মন্ত্রণালয়ে (অর্থ প্রতিমন্ত্রী) কাজ করতাম, তখন বাজেট তৈরির সময় বিভিন্ন স্টেক হোল্ডাররা তদবির করতে আসতো। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমন মনমশব্য করেছেন। আজ নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘ক্লাইমেট অ্যাডাপটেশন ফর এ সাসটেইনেবল ইকোনমি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মামলা, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তির অনুমতি না দেওয়া নিয়ে সামাজিকমাধ্যমে গত কয়েকদিন থেকে প্রতিবাদে মুখর চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এসব বিষয় নিয়ে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: মাহবুব আলম
-
১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার সিদ্ধান্তে নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ বিকেলে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানীস্থ কার্যালয়ে এক সভায় এ কথা বলেন জিএম কাদের। ছবি: জাগো নিউজ
-
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার যোগাযোগ বিষয়ক উপ-পরিচালক কেলসি ডোনোহু এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে রুটিন মাফিক টেস্টে তার করোনা নেগেটিভ ধরা পড়ে। কিন্তু পরবর্তীতে আবারও এন্টিজেন টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ছবি: সংগৃহীত