আজকের আলোচিত ছবি: ২৪ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনায় বর্তমানে মৃত্যুশূন্য দেশ। বড়জোর দু-একজন মারা যায়। কিন্তু প্রতিদিন টিবি কিংবা ক্যানসারে তার থেকেও বেশি মানুষ মারা যায়।’ আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। আজ সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সাবেক নির্বাচন কমিশনার, কবি ও শিশুসাহিত্যিক মাহবুব তালুকদার মারা গেছেন। আজ দুপুরে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত
-
সরবরাহ ঠিক রাখতে অচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আবার সচল করা এবং পরবর্তী প্রজন্মের রিঅ্যাক্টর তৈরির ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি: সংগৃহীত
-
লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক অ্যাঞ্জেলিনো হাইটসে চলছে ‘ফাস্ট এক্স’ সিনেমার শুটিং। সিনেমার শুটিংয়ে শহরের আশেপাশের বাসিন্দাদের মনে ক্ষোভ জন্ম নিয়েছে। শুটিংয়ে প্রচণ্ড বিরক্ত তারা। প্রায় প্রতিরাতে ডাউনটাউনের ঠিক পশ্চিমে শুরু হয় কার রেসিং। ছবি: সংগৃহীত
-
মজুরি বাড়ানোর দাবিতে আজও আন্দোলনে আছেন হবিগঞ্জের ২৪ বাগানের চা শ্রমিকরা। সকাল থেকে কাজে যোগ না দিয়ে নিজ নিজ চা বাগানে বিক্ষোভ করেন তারা। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন