আজকের আলোচিত ছবি: ২২ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যে থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্ত্রিসভা বৈঠকে যোগ দিয়েছেন। আজ বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এসে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক শুরু হয় দুপুর ১২টায়। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশকে চলমান ৫৫টি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক এক হাজার ৫০০কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। আজ রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বিদায়ী সাক্ষাতে এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ঢাকা ওয়াসা পানির দাম বাড়ানোর যে প্রস্তাব করেছে, তা বাস্তবায়ন না করে পানিতে সরকারের ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ন্যায্য মূল্যে পর্যাপ্ত নিরাপদ পানি পাওয়া নাগরিকের অধিকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার উত্তেজনার মধ্যেই তাইওয়ানে সফর করেছেন এক মার্কিন গভর্নর। চীনের অব্যাহত সামরিক হুমকির কারণে সম্প্রতি তাইপের সঙ্গে বাণিজ্য আলোচনার ঘোষণার কয়েকদিন পরই তিনি এই সফরে গেলেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর এরিক হলকম্ব আজ তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন। ছবি: সংগৃহীত