আজকের আলোচিত ছবি: ২১ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় যোগ দেন। এ সময় তিনি গ্রেনেড হামলায় নিহতের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হসিনা গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘যখন আমার আব্বা দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই তো ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটেছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে আসলে, সেই দায় দলের না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ ডিএনসিসির নগরভবনে এক আলোচনা সভায় বক্তব্যকালে এ ক্ষোভ প্রকাশ করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা। আজ সকাল ৯টায় সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বিপরীত দিকে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। ছবি: মাহবুব আলম
-
যুক্তরাজ্যের সবচেয়ে বড় কনটেইনার বন্দরে কর্মীরা ধর্মঘট শুরু করেছে। বেতন বাড়ানোর দাবিতে শুরু হওয়া ধর্মঘটটি চলবে আট দিন। কারণ মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে কর্মীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত