আজকের আলোচিত ছবি: ২০ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘যারা মানুষকে পুড়িয়ে মেরেছে, স্বাধীনতায় বিশ্বাস করে না। কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে হবে না।’ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ পৌনে ১টার দিকে এ শ্রদ্ধা জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
দেশে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) উজ্জীবন প্রকল্পের আওতায় ১০ লাখ গণস্বাক্ষর করা হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার কাছে এ গণস্বাক্ষর হস্তান্তর করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সিলেটের আন্দোলনরত চা বাগান শ্রমিকদের দৈনিক তিনশ টাকা মজুরির দাবির সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকাস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীরা। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: মাহবুব আলম
-
হামলায় ফের রক্তাক্ত সোমালিয়ার রাজধানী মোগাদিসু। শুক্রবার (১৯ আগস্ট) রাতে শহরটির একটি হোটেলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ছবি: সংগৃহীত