আজকের আলোচিত ছবি: ১৯ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে। বাংলাদেশ শান্তিতে আছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জেএম সেন হল থেকে মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: ইকবাল হোসেন
-
এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ (জাগপা) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত পরিবেশ উৎসবে অংশ নিয়েছে রাজধানীর ২০০টিরও বেশি স্কুলের শিক্ষার্থীরা। বিজ্ঞান উৎসব কিংবা গণিত অলিম্পিয়াডসহ নানা আয়োজনে অংশ নিলেও পরিবেশ উৎসবে এবারই প্রথম অংশ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে তাদের সন্তানরা পরিবেশ নিয়ে নিজেদের ভাবনা বিনিময় করতে পারছে। পরিবেশ নিয়ে চিন্তাভাবনার পাশাপাশি নতুন করে সচেতনতার বিকাশ ঘটছে শিক্ষার্থীদের মধ্যে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গতকাল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে দেশে প্রথমবারের মতো শুরু হয় জাতীয় পরিবেশ উৎসব। উদ্বোধন করেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার ও আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকের নির্বাহী পরিচালক কামরুল হাসান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর গুলশান এলাকায় আট বছর ধরে রিকশা চালান আমিনুল ইসলাম। সম্প্রতি তার রিকশায় একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো-ম্যাক্স) ফেলে যান বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। পরে ফোনটি পেয়ে পুলিশের মাধ্যমে মালিককে ফিরিয়ে দেন তিনি। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন আমিনুল। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত