আজকের আলোচিত ছবি: ১৮ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ এ আয়োজনে প্রথম দিনেই ছয়টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী। ছবি: জাগো নিউজ
-
শিক্ষার্থীদের জন্য এই উৎসবে রয়েছে পরিবেশবিষয়ক অলিম্পিয়াড, কুইজ, চিত্রাঙ্কন, ব্যবসায়িক উদ্যোগ, প্রকল্প, দেয়ালপত্রিকা, চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ ১৫টিরও বেশি আয়োজন। ছবি: জাগো নিউজ
-
আজ সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া জাতীয় পরিবেশ উৎসবটি চলবে দুদিন। দুই দিনব্যাপী এ উৎসবে দুইশোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম দিনই ৮০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। ছবি: জাগো নিউজ
-
আন্তর্জাতিক ব্র্যান্ড এডিডাসের আট কারখানার শ্রমিক-কর্মচারীদের মজুরি পরিশোধে মানববন্ধন হয়েছে। এই কারখানাগুলো কম্বোডিয়ায় অবস্থিত। ১১ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মজুরি পরিশোধের দাবি জানানো হয়। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন পাঁচ শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকেরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং একটি নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। আজ রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। ছবি: সংগৃহীত