আজকের আলোচিত ছবি: ১৭ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশেল ব্যাচেলেট। ছবি: পিআইডি
-
ডিসেম্বরের মধ্যে চকবাজার থেকে ৫০০ কারখানা-গুদাম স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ সকালে চকবাজারের দেবীদাস ঘাট লেনের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘ নয় মাস পর দেশে ফিরলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। আজ দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ছবি: মইনুল ইসলাম
-
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সংস্কারের বন্যা বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আয়কর বাড়িয়ে ২০১৯ সালের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। করের ভিত্তি সংকটের আগে যে অবস্থায় ছিল, তার চেয়েও বিস্তৃত করতে চান তিনি। ছবি: সংগৃহীত
-
দীর্ঘ দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ২০১২ সালের জুলাইয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে গিয়েছিল কিউইরা। সেই দলের পাঁচজনসহ নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
-
বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে চট্টগ্রামে বদলির মধ্য দিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান। ছবি: জাগো নিউজ