আজকের আলোচিত ছবি: ১২ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’ একটি পক্ষ থেকে এমন পেনিক (গুজব) ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাস্তবে এর কোনো ভিত্তি নেই। আজ সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুইস রাষ্ট্রদূত বলেছেন তাদের কাছে বাংলাদেশ টাকা পাচারের তথ্য চায়নি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা সুইস ব্যাংকের কাছে টাকা পাচারের হিসাব চেয়েছিলেন। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজের সামনে থেকে পরীক্ষার্থীদের এই ছবি তোলা হয়েছে। ছবি:মাহবুব আলম
-
পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি এবং ‘অবৈধ’ এসপিএ ডায়াগনস্টিক সেন্টার স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতারা। আজ জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে সমাবেশে বক্তারা এ দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হলো। এরই মধ্যে গমবাহী একটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হয়েছে। এর আওতায় মোট ১৪টি জাহাজ এখন পর্যন্ত ইউক্রেন ছাড়লো। ছবি: সংগৃহীত