আজকের আলোচিত ছবি: ১১ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনাভাইরাস প্রতিরোধে শিশুদের টিকাদান প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি খুবই নিরাপদ। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১০ আগস্ট) তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। আজ প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে এনেছেন পরীমনি। নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। ছবি: সংগৃহীত
-
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করেছে। ছবি: জাগো নিউজ
-
জাতীয় শোক দিবসে সারাদেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিটের প্রধানদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন আইজিপি। এসময় তিনি ইউনিটপ্রধানদের এ নির্দেশনা দেন। সভায় সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
জম্মু-কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তবে এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের দুই সদস্যও নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত