আজকের আলোচিত ছবি: ৯ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহররম মাসের ১০ তারিখ আশুরা হিসেবে পালন করে বিশ্ব মুসলিম সম্প্রদায়। করোনার প্রাদুর্ভাবে দুই বছর বন্ধ থাকার পর এবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে। আজ সকাল ১০টায় রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি ২ নম্বরে গিয়ে শেষ হয়।
-
কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে জোরালো ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন জমা দিলে তিনি এ নির্দেশনা দেন।
-
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ির এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
-
এ বছর পাটের দাম ভালো পাচ্ছেন কুড়িগ্রামের কৃষকরা। কম বৃষ্টি ও আগাম বন্যায় পাটক্ষেত নিয়ে তাদের দুশ্চিন্তার ছাপ কেটেছে। পাটের দাম ভালো হওয়ায় ফলন কম হলেও কৃষকের মলিন মুখে এখন হাসি ফুটেছে। শেষ মৌসুম পর্যন্ত দাম আরও ভালো পাওয়ার আশা করছেন কুড়িগ্রামের পাট চাষিরা।
-
২০১৯ সালে কর্মী নেওয়া বন্ধের পর প্রথমবারের মতো ৫৩ কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। আজ দেশটির স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়র।
-
ঘণ্টার পর ঘণ্টা প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকাগুলো। গত আট দশকের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভয়াবহ বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন সাতজন, ছয়জন এখনো নিখোঁজ। আজ দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।