আজকের আলোচিত ছবি: ৬ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, জাসদ যদিও আমাদের সাথে, আমি পরিস্কার বলতে চাই, স্বাধীনতার বিরোধী শক্তি, জাসদ ও গণবাহিনী সবাই একীভূত হয়ে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
১৫ আগস্টের খুনিদের নিরাপদে বিদেশে পাঠানো, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান- সেটা কেন? বিএনপি নেতাদের প্রতি এই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর আগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা হবে। এ ইস্যুটিকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে ছাত্রলীগকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হওযার অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাবি শাখা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ছবি: মাহবুব আলম
-
সরকারের সময় ফুরিয়ে এসেছে-এ তথ্য আঁচ করতে পেরে মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একট বাড়িতে অগ্নিকাণ্ডে তিন শিশু এবং সাত প্রাপ্তবয়স্ক নিহত হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী দেখতে পান যে, নিহতরা সবাই তার পরিবারেরই সদস্য। ছবি: সংগৃহীত