আজকের আলোচিত ছবি: ৫ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি: জাগো নিউজ
-
অর্থপাচার ও লোডশেডিং সমস্যা নিরসনের দাবিতে প্রতীকী টাকা মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকী মিছিল ও সমাবেশ করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন ও বাজার দরের সঙ্গে মিল রেখে জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবি সামনে রেখে মানববন্ধন করেছে জাতীয় পোশাক শ্রমিক ফেডারেশন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মুখে ষড়যন্ত্র, চক্রান্তের কথা শুনতে শুনতে জনগণের কান ঝালাপালা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে চীন ও তাইওয়ানের মাঝে উত্তেজনা বাড়ছে। তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে চীন। এরই জেরে ফ্লাইট চলাচল বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত