আজকের আলোচিত ছবি: ৩ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিম্ন আয়ের মানুষের বেশি ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আলাদা হিসাব করার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া জুলাই মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য উপস্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ঢাকা শহরের ৫টি এলাকার ৭০০টি কেন্দ্রে চলছে কলেরার মুখে খাওয়া টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। আজ থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। তবে কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য ভিড় দেখা যায়নি। দীর্ঘ লাইন না থাকায় টিকাগ্রহীতারা স্বাচ্ছন্দ্যেই টিকা নিতে পারছেন। তবে টিকা কার্ড না আনায় ফিরে যেতে হয়েছে অনেককে। আজ রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কর্মশালা করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ ঢাকার ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (এডুকেশন) ডেভিড মেনার্ডের সঙ্গে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
গণফোরামের একাংশের প্রধান ড. কামাল হোসেনকে ইমাম মেনে বিএনপির সব চিন্তাভাবনা ধূলিসাৎ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সরকার ইভিএমে নির্বাচন করতে চায় কেন?’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম। ছবি: জাগো নিউজ
-
চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। শুধু তাই নয় যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত