আজকের আলোচিত ছবি: ২ আগস্ট ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ থেকে শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আগস্ট মাসের পণ্য বিক্রয় কার্যক্রম। প্রথম দিনে বেশিরভাগ এলাকায় সাশ্রয়ী মূল্যে পণ্য কিনেছেন ফ্যামিলি কার্ডধারীরা। তবে কিছু কিছু এলাকার ডিলাররা বরাদ্দের পণ্য না পাওয়ায় খালি হাতেই ফিরেছেন অনেকে। আজ সরেজমিনে বাড্ডা, রামপুরা, হাজিপাড়া, মালিবাগ ও সেগুনবাগিচা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
পরিমাপে তেল কম দেওয়ায় রাজধানীর কল্যাণপুরের ‘সোহরাব ফিলিং স্টেশন’ পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। পাশাপাশি ওই এলাকার আরও দুটি পাম্পকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ অভিযান চালিয়ে ওই তিনটি পাম্পকে জরিমানা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এরআগে সোমবার (১ আগস্ট) মোটরসাইকেলে তেল কম দেওয়ার অভিযোগে কল্যাণপুরে সোহরাব পাম্পে ৮ ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানান মো. ইশতিয়াক নামে এক ব্যাংক কর্মকর্তা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই। মানুষ এখন আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না। তারা বিকল্প চান। আমরা সেই চেষ্টা করছি।’ আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির। ধারণা করা হচ্ছে, চীনের হুমকি সত্ত্বেও তিনি তাইওয়ানও সফর করবেন। এমন পরিস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাছাড়া দেশটির বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালির কাছাকাছি রয়েছে। ছবি: সংগৃহীত