আজকের আলোচিত ছবি: ৩১ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১১ জন অতিরিক্ত বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বিকেল সাড়ে চারটার পর সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসির) ধারাবাহিক সংলাপের শেষ দিন সংলাপে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ছবি: মাহবুব আলম
-
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ছিলো তত্ত্বাবধায়ক সরকার থাকবে। কিন্তু হাইকোর্টের আদেশে সেটা আর রাখা সম্ভব হয়নি। ছবি: জাগো নিউজ
-
ক্ষমতায় গেলে বিএনপি সবার হাতে হারিকেন ধরিয়ে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রথিত। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সমন্বিত শিক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে জানিয়ে সংবাদ সম্মেলনে ৬টি দাবি তুলে ধরে খলীকুজ্জমান আহমদ বলেছেন, ২০১৬ সালে মন্ত্রণালয় প্রস্তুত শিক্ষা আইন, ২০১৬ এর খসড়ার ওপর প্রদত্ত সুপারিশমালার আলোকে প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া পরিমার্জন করা হয়েছে কি-না বা এ সংক্রান্ত কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা সবাইকে জানাতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ের পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কয়েকদিনের ব্যবধানে আবারও নিরাপত্তা বলয় ভেঙে ইরাকের পার্লামেন্টে ঢুকে পড়লো শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থক বিক্ষোভকারীরা। শনিবারের (৩০ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২৫ জন। এতে আরও উত্তপ্ত হয় উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। ছবি: সংগৃহীত