আজকের আলোচিত ছবি: ৩০ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মানবপাচারকারীরা সাইবার স্পেসে ঢুকে গেছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা মানবপাচার করছে। সাম্প্রতিক সময়ে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানবপাচার বেড়েছে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ছবি: জাগো নিউজ
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন ধরনের অভিযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং হেঁটে ও সাইকেলে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। আজ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে ‘জ্বালানি সংকট মোকাবিলায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা হোক’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে তারা এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেন আসছে দেখেও দৌড়ে ক্রসিং পার হচ্ছেন এক পথচারী। এর কারণে দেশে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। ছবি: মাহবুব আলম
-
ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, ইয়াংকে টপকে এশিয়ার শীর্ষ নারী ধনীর তালিকায় নাম লিখিয়েছেন ভারতের সাবিত্রী জিন্দাল। তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা। তার বর্তমান সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ছবি: সংগৃহীত