আজকের আলোচিত ছবি: ২৯ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারে। ছবি: ইকবাল হোসেন
-
নিরাপদ সড়ক আন্দোলনের চার বছর আজ। বিগত চার বছরে সরকার থেকে নানা ধরনের আশ্বাস দেওয়া হলেও সড়কে মানুষের নিরাপত্তা বাস্তবায়নে কোনো আইনেরই সঠিক প্রয়োগ দেখেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। আজ নিরাপদ সড়ক আন্দোলনের চার বছর পূর্তিতে কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়কে অবস্থান নেয় নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় সংগঠন নিসআ। এসময় আন্দোলনরত সংগঠনের কর্মীরা এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক সাংবাদিক অমিত হাবিবের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা ৪২ মিনিটে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় প্রেস ক্লাবের মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন। ছবি: মাহবুব আলম
-
পদ্মা সেতুর কারণে অর্থনৈতিকভাবে উপকার হলেও সুন্দরবনের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সেতুর কারণে অবাধে পর্যটকদের সুন্দরবন যাওয়া ঠেকাতে কিছু বিধি নিষেধ প্রয়োজন আছে বলে জানান এই উপমন্ত্রী। আজ সকালে বন অধিদপ্তরের মিলনায়তনে বিশ্ব বাঘ দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
শৈশবের দুরন্তপনায় মেতেছে শিশুরা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছামতি গ্রাম থেকে তোলা এ ছবি তোলা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর এলাকায় মাত্র দুদিনে ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটিতে গত ২৭ বছরের মধ্যে জুলাই মাসে রেকর্ড করা এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। গতকাল আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনসিএম) এক মুখপাত্র গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন। ছবি: সংগৃহীত