আজকের আলোচিত ছবি: ২৮ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দায়িত্ব আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আপনাদের রাজনৈতিক দায়িত্ব আপনাদের পালন করতে হবে। এতে আমাদের সমর্থন থাকবে। আজ নির্বাচন ভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। ছবি: জাগো নিউজ
-
‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন করা গেলে রেলের সব অনিয়ম বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সদ্য জাতীয়করণ করা কলেজে অ্যাডহক নিয়োগ প্রক্রিয়াধীন বেসরকারি আমলে কর্মরত গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষকদের (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) নিজ পদে নিজ গ্রেডে যথাক্রমে নবম ও দশম গ্রেডে আত্তীকরণ করতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বাংলাদেশ সরকারি কলেজ গ্রন্থাগার পেশাজীবী পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে ফিলিপাইনের আবরা প্রদেশে আঘাত হানে শক্তিশালী ভূকম্পন। এতে মারা গেছেন পাঁচজন, আহত হয়েছেন দেড়শর বেশি মানুষ। প্রবল ওই ভূমিকম্পে পার্বত্য এলাকার বহু বাড়িঘর ধসে পড়ে, কয়েক জায়গায় দেখা দেয় ভূমিধস। ছবি: সংগৃহীত