আজকের আলোচিত ছবি: ২৫ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় সংসদের সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা নামাজ আজ সকালে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আজ সকালে জাতীয় ঈদগাহ মাঠে জানাজা স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিপিজেএ নেতারা। ছবি: জাগো নিউজ
-
বাড়তি দামে চার্জার ফ্যান এবং লাইট বিক্রির অভিযোগে মিরপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মিরপুর-১ নম্বরের দারুস সালাম রোডের কো-অপারেটিভ মার্কেট ও এর আশপাশে অভিযান চালায় ভোক্তা-অধিকার অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান চলে। ছবি: মাহবুব আলম
-
দাওয়াত না পেয়েও ‘প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছেন’ বিএনপি এমন কথা বলে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বাহামা উপকূলে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। বাহামা সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ছবি: সংগৃহীত