ঈদের জামাতে এসে বৃষ্টির বিড়ম্বনায় মুসল্লিরা
দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা মহামারি থেকে মানবজাতির মুক্তিতে সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে নামাজ আদায়ের পর বৃষ্টির বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা।
-
করোনার কারণে বিগত দুই বছর রাজধানীবাসী অপেক্ষায় ছিলেন কবে আবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করতে পারবেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহে ছুটে এসেছেন মুসল্লিরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগের দুই বছর করোনা মহামারির কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ঈদের প্রধান জামাতে ইমামতি করেন। ঈদ জামাতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জামাত শেষে শিশুরা কোলকুলি করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদের নামাজ পড়তে এসে বৃষ্টির বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সকাল নয়টার দিকে রাজধানীতে অনেক বৃষ্টিপাত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ