আজকের আলোচিত ছবি: ২ মার্চ ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। পরে উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
অবৈধ রাজনৈতিক শক্তি সব সময় আতঙ্কে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বের অবসান হলো আজ। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেন সীমান্তবর্তী শহর শেমিসেলের রেলস্টেশনে তিল ধারণের জায়গা নেই। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীরা সেখানে আশ্রয় নিয়েছেন। ছবি: আরাফাতুল ইসলাম
-
বিশ্বকাপের মূল আসর শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে জয়ের দেখা পেলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রায় সমানে সমান লড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ছবি: সংগৃহীত