সব শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
সকল শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন নিয়ে এ অ্যালবাম।
-
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়েছে আজ। মানববন্ধন শেষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলার মাসপূর্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী সোমবার বেলা ১১টা থেকে এই মানববন্ধন শুরু হয়। শেষ হয় ১২টায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জঙ্গিবাদ রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ও পার্শ্ববর্তী সড়কে এ কর্মসূচি পালিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীতে এ কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি, মহাখালী, মিরপুর, কল্যাণপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় তৎসংলগ্ন এলাকার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত রাস্তার দুই পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ইব্রাহীম মেডিকেল কলেজের ছাত্রীরা জঙ্গিবাদ বিরোধী র্যালি বের করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে অংশ নেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে অংশ নিয়েছে রাজধানীর সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ও হসপিটালের ছাত্রীরা।