শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজপথ
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে রাজধানীর গুলিস্তান, সায়েন্স ল্যাবরেটরি, শান্তিনগর, উত্তরা ও ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন।
-
গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
ফার্মাগেটের ব্যস্ত সড়কের যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
শিক্ষার্থীদের দাবি, নিরাপদ সড়কের নিশ্চয়তা, গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হোক। ছবি: মাহবুব আলম
-
আজ সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ¯েøাগানে মুখর হয়ে উঠে রাজধানীর রাজপথ। রাস্তা দখল করে তারা অবরোধ করায় রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচÐ যানজটের সৃষ্টি হয়। এসময় বিভিন্ন সড়কে যানবাহন আটকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না তা দেখতে চান শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
সরেজমিনে দেখা গেছে, নটর ডেম কলেজের শিক্ষার্থীরা সকালে মতিঝিল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তান যান। ছবি: মাহবুব আলম
-
বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
অন্যদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরে আদালতে রিট আবেদন করা হয়েছে। আজ রিটের শুনানির দিন ধার্য রয়েছে। ছবি: মাহবুব আলম