গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। রাজধানীর ঐতিহসিক ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সাড়ে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ছবি: সংগৃহীত
-
আজ সকাল ৬টা ৫০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী দীপু মনি, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অসীম কুমার উকিল, খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি প্রমুখ। ছবি: সংগৃহীত
-
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে জাতির পিতার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: তারিকুল আরজু
-
জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। ছবি: ইয়াসিন কবির জয়