জমে উঠেছে রাজধানীর পশুর হাট
কুরবানির আর দু’দিন বাকি আছে। এখন জমে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থানের পশুর হাট। ছবিতে দেখুন পশুর হাটের দৃশ্য।
-
গত শনিবার থেকে রাজধানীতে পশুরহাট শুরু হলেও প্রত্যাশিত পরিমাণে বিক্রি করতে পারেননি বিক্রেতারা। পরের দিনও গেছে একই হালে। তবে আজ বিক্রি কিছুটা বাড়তে শুরু করেছে। ক্রেতাদের আগমনে জমজমাট হচ্ছে পশুরহাট। ছবি: মাহবুব আলম
-
একটু বেশি দাম ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য গরুটি সাজিয়েছেন এই ব্যাপারি। ছবি: মাহবুব আলম
-
ক্রেতাদের গরু দেখাচ্ছেন এই ব্যাপারি। ছবি: মাহবুব আলম
-
আজ সকাল থেকে রাজধানীর মেরুল বাড্ডার আফতাবনগর হাটে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের মাঝে আর একদিন বাকি থাকায় এখন যেসব ক্রেতা আসছেন, তারা অধিকাংশই পশু কিনে ঘরে ফিরছেন। এ কারণে আজ সকাল থেকে বিক্রি বেড়েছে। ছবি: মাহবুব আলম
-
বড়দের সাথের গরু কিনতে আসা এই শিশুটি দুষ্টুমিতে মেতেছে। ছবি: মাহবুব আলম
-
আফতাবনগর হাটের ইজারাদার মাহবুবুর রহমান শিমুল জাগো নিউজকে বলেন, এ বছর গরুর দাম বেশি হওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। এ জন্য এখন পর্যন্ত বিক্রির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কম। ছবি: মাহবুব আলম